‘ভারতীয় ক্রিকেটের জন্য সে বিস্ময়কর এক শক্তি’

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি এটা পুরানো খবর। মানসিক চাপ কমাতেই সরে দাড়িয়েছেন তিনি। তবে বৃহত্তর সাফল্যর জন্য বাকি দুই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দেয়া প্রয়োজন বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি ।

নানা রেকর্ডের জন্ম দেয়া কোহেলির ব্যাট আর আগের মতো তার বশে নেই। গেল দুই বছরে বেশ কয়টি ম্যাচ খেলেও কোনো শতকের দেখা পাননি এই ক্রিকেটার।

শহিদ আফ্রিদির মতে, এখন সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে পুরোপুরি ব্যাটিংয়ে মনোযোগ দেয়া উচিত কোহলির। তবেই ক্যারিয়ারের শেষটাও রাঙাতে পারবেন এই ভারতীয় ব্যাটার।

আফ্রিদি বলছেন, ‘আমার মতে ভারতীয় ক্রিকেটের জন্য সে বিস্ময়কর এক শক্তি। কিন্তু সে যদি এখন সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়ে, তবে সেটা ভালো হবে।’

আফ্রিদির মতে, ক্যারিয়ারের বাকি সময়টা কোহলির ক্রিকেট উপভোগ করা উচিত। তিনি বলেন, ‘সে অনেক উঁচু মানের ব্যাটার এবং যেকোনো মুহূর্তে একদম চাপ ছাড়া ব্যাটিং করতে পারে সে। সে সামনেও ক্রিকেট উপভোগ করবে।’

আরো পড়ুন:দুঃসময়ে হাসান আলীকে যা বললেন ওয়াসিম আকরাম

কোহলির জায়গায় ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন রোহিত শর্মা। যার সঙ্গে আইপিএলে একটা মৌসুম ডেকান চার্জারসে খেলেছেন আফ্রিদি। রোহিতকে তাই ভালো করেই চেনা আছে তার।

ইবাংলা /টিপি /১৩ নভেম্বর ২০২১

আফ্রিদিপরামর্শ
Comments (0)
Add Comment