সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, দিনাজপুর

বাস চাপায় সাইফুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে মালবাহী নিহত হয়েছে। শনিবার ( ১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাইহাট চেয়ারম্যান পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে, শুক্রবার সন্ধার দিকে, দিনাজপুরের নবাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের গাজীপুর নামক স্থানে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার যাত্রী বাবা-ছেলের মৃত্যু হয় এবং অটোরিক্সা চালককে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন সাইফুল ইসলাম (২৮) ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামের এমামুল হকের ছেলে এবং তিনি একজন মোবাইল মেকানিক। অপরদিকে, বাবা কবিরুল ইসলাম (৪০) এবং তার ছেলে কাওসার রহমান (১১)। তারা নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউপির ভল্ববপুর (জামবাড়ী) এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ইউএনওর নাম্বর ক্লোন করে চাঁদাবাজি

ফুলবাড়ীতে স্থানীয়রা ও নিহত সাইফুলের মা সাহিনুর বেগম বলেন, ঘটনার কিছু আগে ভাত খেয়ে সাইফুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে তার ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মুহিন বাবুকে বারাই গোল্ডেন হোপ কিন্টার গার্ডেন স্কুল থেকে আনতে যাওয়ার সময় দিনাজপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

অপরদিকে নবাবগঞ্জে স্থানীয়রা জানান, শুক্রবার বিকালের দিকে পীরগঞ্জ এলাকা থেকে অটোরিক্সায় কবিরুল ইসলাম স্ত্রী ও সন্তানদের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নবাবগঞ্জ থেকে একটি বালুবাহী ট্রাক গাজীপুর এলাকায় আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শিশু কাউসার রহমান মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কবিরুল ইসলামকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত অটো রিক্সা এবং বালুবাহী ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ইবাংলা/ নাঈম/ ১৩ নভেম্বর, ২০২১

দিনাজপুর-গোবিন্দগঞ্জবাবা-ছেলেসহ নিহত ৩
Comments (0)
Add Comment