হাঙ্গেরির প্রতি আন্তর্জাতিক আদালতের নিন্দা নেতানিয়াহুকে গ্রেপ্তার না করায়

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করার জন্য হাঙ্গেরির প্রতি নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বুধবার (০২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

একইসঙ্গে গাজায় যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা অস্বীকার করায় হাঙ্গেরির সিদ্ধান্তের সমালোচনা করেছে আইসিসি। আদালতের মুখপাত্র ফাদি এল আবদুল্লাহ বলেছেন, ‘আইসিসিতে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করার বাধ্যবাধকতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি আইসিসির পক্ষের জন্য নয় বরং একতরফাভাবে আদালতের আইনি সিদ্ধান্তের সঠিকতা নির্ধারণ করা প্রয়োজন। আদালতের বিচারিক কার্যাবলী সম্পর্কিত যে কোনো বিরোধ, আদালতের সিদ্ধান্তের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

এ অবস্থায় বেশ কিছু বিষয় বিবেচনায় হাঙ্গেরির রাষ্ট্রপতি ভিক্টর অরবানকে অভিযুক্ত করা হতে পারে। যার মধ্যে রয়েছে বিচার বিভাগের অধীনতা, ইউরোপীয় ইউনিয়নের প্রতি বিরোধিতা এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর ওপর ক্র্যাক ডাউন।

আরও পড়ুন…ওয়ানডে সিরিজেও ব্যর্থ পাকিস্তান

এ ছাড়া ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশনা অমান্য করায় হাঙ্গেরিকে এই সপ্তাহে আইসিসি থেকে প্রত্যাহার করাও হতে পারে।এর আগে গত বছর, গাজায় হামলার সময় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

যেহেতু হাঙ্গেরি আইসিসি সদস্যভুক্ত একটি দেশ, তাই আদালতের নির্দেশনা মানা আবশ্যক। অবশ্য গতবছরই হাঙ্গেরির রাষ্ট্রপতি ভিক্টর অরবান ঘোষণা করেছিলেন যে তিনি নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছেন এবং তাকে বুদাপেস্টে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় চারদিনের সফরে দেশটিতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

ইবাংলা বাএ

২ মাদক কারবারি গ্রেপ্তারনেতানিয়াহুকে