রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পিকআপ ও সিএনজি সংঘর্ষে নিহত-৫, আহত-১

আলমগীর মানিক,রাঙামাটি

ঙামাটির কাউখালী উপজেলার রাবারবাগান এলাকায় পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তাতক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক।

স্থানীয় সূত্রে জানাগেছে, সকাল ১০টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় রাউজান থেকে রাঙামাটির দিকে আনা সিএনজি অটোরিক্সা(চট্টমেট্টো-থ-১১-৯১৭৩) বিপরীতমুখী চট্টগ্রামগামী মাহিন্দ্রা পিকআপ(চট্টো মেট্টো-ন-১১ ৬৮৯২) উভয় গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন…মোদিকে নেতানিয়াহুর ফোন, কথা হলো পেহেলগামে বন্দুক হামলা ইস্যুতে

এতে ঘটনাস্থলেই ৪জন মারা যায়। গুরুত্বর আহত ২জনকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে আরেকজন মারা গেছে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানাগেলেও বাকিদের নাম জানা সম্ভব হয়নি। নিহতরা হলেন, (১) তোরাপ হোসেন, বাড়ি রাউজানের চৌধুরী পাড়া, (২) নুন নাহার, বাড়ি পশ্চিম মনারটেক, কাউখালী, (৩) মাহমুদুর রহমান, তার বাড়ি হাটহাজারির ছত্তারঘাট ইছাপুর বলে জানাগেছে।

ইবাংলা বাএ

ও পিকআপনিহত ৫সংঘর্ষেসিএনজি