পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের ঠিক আগেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য।
সোমবার (১২ মে) হোয়াইট হাউসে এক বক্তৃতায় এসব বলেন প্রেসিডেন্ট।আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, দু’পক্ষকেই ট্রাম্প চাপ দিয়েছিলেন। হুমকি দিয়ে তিনি বলেছিলেন, ‘সংঘর্ষ বন্ধ করতে হবে, নয়তো তাদের সঙ্গে ব্যবসা করা হবে না।
সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, (ভারত এবং পাকিস্তান) যুদ্ধ বন্ধ করার নেপথ্যে একটি বড় কারণ হলো ব্যবসা। তিনি জানান, ভারত এবং পাকিস্তান দুই দেশের নেতাই নিজেদের দিক থেকে অটল ছিলেন। কিন্তু তিনি সতর্ক করেন, যুদ্ধ বন্ধ না করলে দু’দেশের সাথে বাণিজ্য বন্ধ করবেন।
দু’পক্ষের সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্র অনেক সাহায্য করেছে বলেও দাবি ট্রাম্পের। তিনি আরও জানান, ভারত এবং পাকিস্তান উভয় দেশকেই বাণিজ্যের দিক থেকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। শিগগিরই পাকিস্তানের সঙ্গে আলোচনাও শুরু হবে বলেও হোয়াইট হাউসের বক্তৃতায় জানিয়েছেন তিনি।
আরও পড়ুন…কমল সোনার দাম
এদিকে, সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মোদির বক্তৃতা শুরুর ঠিক আধ ঘণ্টা আগেই ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসে।
বস্তুত, গত শনিবার ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। সেটিও প্রথম ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্টই। ট্রাম্পের ঘোষণার পরই ভারত বা পাকিস্তানের তরফে আনুষ্ঠানিক বিবৃতি আসে।
আগেই ট্রাম্প নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে দু’দেশের যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন। মার্কিন প্রশাসনের মধ্যস্থতার কথাও উল্লেখ ছিল সেখানে।
ট্রাম্পের ঘোষণার পরে পাকিস্তান থেকে সরকারি বিবৃতি আসে, এরপর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সরকারি ভাবে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন।