কমলো দাম বিমানের তেলের

ইবাংলা ডেস্ক

দেশীয় বাজারে বিমানে ব্যবহৃত এভিয়েশন ফুয়েল বা জেট এ-১ এর দাম কমানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যেটি আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতার ক্ষেত্রে প্রতি লিটারে ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩ দশমিক ৫৭ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতার থেকে প্রতি লিটার ০ দশমিক ৭৫০০ ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৬০৬৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন…যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প যুদ্ধ বন্ধে ভারত-পাকিস্তানকে

এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মজুতকরণ ও বিপণন চার্জ প্রতি লিটার ৪ দশমিক ০৪ টাকা এবং জেট এ-১ বিপণনে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিপণন চার্জ প্রতি লিটার ০ দশমিক ৮৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

ইবাংলা বাএ

কমলোতেলেরদামবিমানের