ফাঁদে পড়া ৪০ পাখি অবমুক্ত

জেলা প্রতিনিধি, বাগেরহাট 

বাগেরহাটের মোলালাহাট উপজেলায় শিকারিদের ফাঁদে ধরা পরা বিভিন্ন প্রজাতির ৪০টি পাখিকে অবমুক্ত করা হয়েছে। একই সাথে পাখি শিকার ও বিক্রির অপবাধে বিপন বারুই (৩৮) ও শরৎ রায়কে (৩৬) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে পাখি শিকারিদের ধরতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া বিলে অভিযান চালায় মোল্লাহাট উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে রিপন বারুই (৩৮) নামের এক পাখি ব্যবসায়ী ও শরৎ রায় (৩৫) নামের এক পাখি শিকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৪০টি পাখি, পাখি শিকারের ফাঁদ, সাউন্ডবক্স এবং ব্যাটারিসহ পাখি শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জমান উদ্ধার করা হয়।

পরে আটক দুইজনের মধ্যে ব্যবসায়ী বিজন বারইকে ১৫ দিনের কারাদন্ড এবং শিকারি শরৎ রায়কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত। শিকারিদের কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির পাখিগুলোকে বিকালে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্ত্বরে অবমুক্ত করা হয়।

আটক পাখি ব্যবসায়ী বিপন বারুই ও পাখি শিকারি শরৎ রায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আড়–য়াডিহি গ্রামের বাসিন্ধা বলে জানা গেছে।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোদালিয়া বিলে অভিযান চালিয়ে ৪০টি পাখি ও পাখি ধরার ফাঁদ, সাউন্ডবক্স, ব্যাটারীসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও জেল দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া বিলে প্রায় সারাবছরই অতিথি পাখিসহ বিভিন্ন প্রজাতির আগমন ঘটে। উপজেলার কিছু অসাধু লোক এসব পাখি শিকার করে মোল্লাহাট, চিতলমারী, বাগেরহাট, খুলনাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে।

ইবাংলা /টিআর /১৬ নভেম্বর ২০২১

বাগেরহাটেশিকারিদের
Comments (0)
Add Comment