নারী পাচার চক্রের সমন্বয়কসহ ৭ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক নারীপাচার চক্রের বাংলাদেশ অংশের প্রধান সমন্বয়কসহ ৭ জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- নারীপাচার চক্রের সমন্বয়ক নদী আক্তার ওরফে ইতি ওরফে নুর জাহান, তরিকুল ইসলাম, আল আমিন সোহেন, সাইফুল ইসলাম, বিনাশ সিকদার, আমিরুল ইসলাম এবং পলক মণ্ডল।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকেও রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করা হয়।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী সিরাজুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ডের আদেশ দেন।

সোমবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের শার্শা থেকে আল আমিন, সাইফুল ও আমিরুলকে, বেনাপোল থেকে নদী আক্তার, পলক মন্ডল ও তরিকুলকে এবং নড়াইল থেকে বিনাশ সিকদারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ বলছে, নারীদের যশোরের সীমান্তবর্তী বাড়িতে রেখে সুযোগমতো ভারতে পাচার করত চক্রটি।

ই বাংলা/ আই/ ২২ জুন, ২১

পাচার করত চক্রটি
Comments (0)
Add Comment