‘পাকিস্তান দলকে ফেরত পাঠানো হোক’

নিজেস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন বাংলাদেশে সফররত পাকিস্তান ক্রিকেট দলকে পতাকাসহ তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত । মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে নগরির জামাল খান এলাকায় বই বিপণি কেন্দ্র ‘বাতিঘর’ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সময়সূচি

ডা. মুরাদ হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগ ও অনুপ্রেরণায় দেশের ক্রিকেট আজ অনন্য উচ্চতায় ঠাঁই করে নিয়েছে। দেশে যখন মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে তখন পাকিস্তান ক্রিকেট দল তাদের জাতীয় পতাকা লাগিয়ে প্র্যাকটিস করছে। এতে আমাদের চেতনায় আঘাত ও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমার ব্যক্তিগত অভিমত।

বাংলাদেশ সফরে আসা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল মঙলবার শের-ই-বাংলা একাডেমির পশ্চিম-উত্তর কোণে নেটের চারদিকে পাকিস্তানের জাতীয় পতাকা টাঙিয়ে অনুশীলন করেছে। এর আগে সোমবার প্রথম দিনের অনুশীলনেও তাদের জাতীয় পতাকা টাঙাতে দেখা যায়। বাংলাদেশে এর আগে কখনও সফরকারী দলকে এভাবে নিজ দেশের জাতীয় পতাকা টাঙিয়ে অনুশীলন করতে দেখা যায়নি।

ইবাংলা / আমিন/টিপি /১৭ নভেম্বর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীপাকিস্তান ক্রিকেট দল
Comments (0)
Add Comment