নুসরতের বিরুদ্ধে মামলায় জয় হলো নিখিলে

ইবাংলা ডেস্ক

সাবেক স্বামী নিখিল জৈনের কাছে অ্যানালমেন্ট অব ম্যারেজের মামলায় হেরে গেছেন নুসরাত জাহান। বুধবার (১৭ নভেম্বর) তাদের বিয়ে খারিজ করে দিয়েছেন আলিপুর সিভিল কোর্ট।

নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার আগেই তার বিরুদ্ধে আলিপুর আদালতে বিচ্ছেদ চেয়ে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন নিখিল। কিন্তু আদালতে এক দিনের জন্যও মুখোমুখি হননি প্রাক্তন দম্পতি। আনন্দবাজার পত্রিকা

যে রায় নিখিল জৈনের পক্ষে গেছে। এর ফলে নুসরাত ও নিখিলের মধ্যকার দাম্পত্যের চূড়ান্তভাবে অবসান হয়েছে। আদালতের এই রায় জানার পর উচ্ছ্বসিত নিখিল জৈন। তিনি বলেন, আজ আমার জন্মদিন। বিবাহবিচ্ছেদ কার্যকর হওয়াকে জন্মদিনের সেরা উপহার হিসেবে মনে করছি।

মাত্র এক বছর সংসার করেছিলেন নুসরাত ও নিখিল। ২০১৯ সালে ধুমধাম আয়োজনে বিয়ে করেছিলেন। তবে ২০২০ সালেই নুসরাত সংসার ছেড়ে চলে আসেন। এরপর তিনি দাবি করেন, তাদের বিয়ে নাকি আইন মোতাবেক হয়নি।

এরপরই শুরু হয় নানা বিতর্ক, সমালোচনা। নুসরাত সংসার করতে চান না, এটা জানার পর নিখিল জৈন আদালতের দ্বারস্থ হন। বিয়ে ভাঙার জন্য মামলা দায়ের করেন। যেহেতু রেজিস্ট্রেশন হয়নি, তাই তাদের বিবাহবিচ্ছেদ অ্যানালমেন্টের মাধ্যমে সমাধানের পথে এগোয়।

উল্লেখ্য, ভালোবেসে ধর্ম মোতাবেক বিয়ে করেছিলেন নুসরাত ও নিখিল। তুরস্কে হয়েছিল তাদের নজরকাড়া বিয়ের আয়োজন। গত বছরের শেষ দিকেই আলাদা হয়ে যান তারা। নুসরাত লিভ-ইন শুরু করেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। এ নিয়ে বিতর্কের শেষ নেই।

ইবাংলা/ এইচ/ ১৭ নভেম্বর, ২০২১

নুসরতের বিরুদ্ধে মামলায় জয় হলো নিখিলে
Comments (0)
Add Comment