এখনও চলছে অতিরিক্ত ভাড়া আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের দামবৃদ্ধির পর থেকে বাড়ানো হয়েছে বাস ভাড়া। কিন্তু এতেও থামেনি অতিরিক্ত বাস ভাড়া আদায়। বাংলাদেশ পরিবহন মালিক সমিতির উদ্যোগে রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিল পদ্ধতি বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবুও চলছে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়। এ নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে।

পরিবহন শ্রমিকরা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে মালিকদের ‘সিটিং সার্ভিস’ ধরে টাকা বুঝিয়ে দিতে হচ্ছে। তাই যাত্রীদের সঙ্গে এ নিয়ে তাদের ঝামেলায় পড়তে হচ্ছে। প্রতিবাদে গতকাল মিরপুরে যাত্রীবাহী বাস চালানো বন্ধ রেখেছিল কিছু শ্রমিক। তারা অন্য গাড়ি চলাচলেও বাধা দিচ্ছিল। এক পর্যায়ে মালিক ও পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এক বাসচালক বলেন, সিটিং সার্ভিসের ভাড়া চাইলে যাত্রীরা একযোগে তেড়ে আসেন, শার্টের কলার ধরে টানাটানি করেন। কিন্তু মালিক টাকা নেয় সিটিং সার্ভিস ধরে।

যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, মালিকেরা সিটিং সার্ভিসের নামে শ্রমিকদের বাড়তি ভাড়া আদায়ে বাধ্য করছেন। মিরপুর হয়ে চলাচলকারী প্রায় সব পরিবহনের বাসে ওয়েবিল ব্যবস্থা রয়ে গেছে। ঢাকার মৎস্য ভবন ও হাইকোর্ট মোড় এলাকা দিয়ে চলাচলকারী বাসেও সিটিং সার্ভিস ব্যবস্থা বহাল থাকতে দেখা গেছে।

এক যাত্রী জানান, মৎস্য ভবনে নামলেও তার কাছ থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া আদায় করা হয়েছে। এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সিটিং সার্ভিস যারা বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা /টিআর /১৮ নভেম্বর ২০২১

আদায়চলছেবাড়তিবাসেভাড়া
Comments (0)
Add Comment