পুরুষ সঙ্গী না থাকায় সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না জিরাফের

ইবাংলা ডেস্ক

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পুরুষ জিরাফ না থাকায় বংশবৃদ্ধি হচ্ছে না জিরাফ পরিবারে। বর্তমানে এ পার্কে তিনটি জিরাফ রয়েছে। এ তিনটি জিরাফই স্ত্রী লিঙ্গের।

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানান, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘ, সিংহ, ভালুক, হাতি, ময়ুর, বিভিন্ন প্রজাতির হরিণ, বানর, জিরাফ, জেব্রা, কুমির, সাপ, নীলগাই, উটপাখিসহ প্রায় ৭০ প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। এসব বন্যপ্রাণীর প্রায় প্রত্যেক পরিবারেরই বংশ বৃদ্ধি হচ্ছে। ফলে এ পার্কে বন্যপ্রাণীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন করে অর্থ ব্যয় করে এসব বন্যপ্রাণী কিনতে হচ্ছে না। বংশ বৃদ্ধির কারণে এ পার্কে গত দুই বছরে জেব্রা পরিবারের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। শুধুমাত্র পুরুষ জিরাফ না থাকায় বাড়ছে না জিরাফ পরিবারের সদস্য সংখ্যা। যার কারণে একসময় জিরাফ শূন্য হয়ে পড়বে সাফারি পার্ক।

ঢাকার মিরপুর চিড়িয়াখানায় একাধিক পুরুষ জিরাফ রয়েছে। বন্যপ্রাণী ও ঊর্ধ্বতন বন কর্মকর্তারা চেষ্টায় এখান থেকে পুরুষ জিরাফ গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা সম্ভব হলে এ পার্কেও জিরাফের বংশ বৃদ্ধি হবে। কোন কিছুই বংশবৃদ্ধি না হলে একদিন তা বিলীন হয়ে যাবে। তেমনি জিরাফ পরিবারেও বংশবৃদ্ধি না হলে একদিন হয়তো দেশ জিরাফ শূন্য হয়ে পড়বে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মোঃ তবিবুর রহমান জানান, এ পার্কে বন্যপ্রাণীদের মধ্যে প্রায় সকল প্রাণীরই বংশবৃদ্ধি হচ্ছে। একমাত্র জিরাফ ছাড়া। এখানে বর্তমানে ৩টি স্ত্রী জিরাফ রয়েছে। তবে পুরুষ জিরাফ না থাকায় জিরাফের বংশবৃদ্ধি হচ্ছে না। স্ত্রী জিরাফের সঙ্গী হিসেবে পুরুষ জিরাফ এ পার্কে আনা হলে জিরাফ পরিবারে বংশবৃদ্ধি হবে বলে আশা করছি।

তিনি আরো জানান, ঢাকার মিরপুর চিড়িয়াখানায় একাধিক পুরুষ জিরাফ রয়েছে। সেখান থেকে পুরুষ জিরাফ সংগ্রহ করতে পারলে, পার্কের অন্যান্য প্রানীর মতো জিরাফ পরিবারের সংখ্যা বৃদ্ধি পাবে।

ইবাংলা /এইচ /১৮ নভেম্বর ২০২১

সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না জিরাফের
Comments (0)
Add Comment