ফেসবুকের অপব্যবহার রোধ এবং আন্তর্জতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এর বাণিজ্যিক প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিদ্বেষমূলক ও হিংসাত্মক কনটেন্ট প্রচার নিয়ন্ত্রণে ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে নোটিশ এ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ, আইনজীবী জর্জ চৌধুরী ও সাংবাদিক সেলিম সামাদসহ চার ব্যক্তির পক্ষে রেজিস্ট্রি ও ই-মেইলযোগে বৃহস্পতিবার এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল।
ফেসবুক কর্তপক্ষ ছাড়াও এ নোটিশ পাঠানো হয়েছে,বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক এর কাছে।
নোটিশ গ্রহণের তিনদিনের মধ্যে দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অপব্যবহার ও ফেসবুকের কার্যক্রম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। এতে ব্যর্থ হলে আইন অনুসারে হাইকোর্টে রিট করা হবে।
ইবাংলা /টিপি /১৯ নভেম্বর ২০২১