একটি রাষ্ট্রের জন্য এর সংবিধান অমুল্য জিনিস। যুক্তরাষ্ট্রের সংবিধানের তেমনি অমুল্য একটি মুল কপি বিক্রি হয়েছে ৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৬৯ কোটি টাকা। ঐতিহাসিক কোন নথি বা দলিলের এতো বিপুল দামে বিক্রি হওয়াটা একটি রেকর্ড।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এই অনুলিপিটি বিক্রি হয়। তবে এ বিপুল পরিমান অর্ত ব্যায় করে কে কিনল এ ঐতিহাসিক নথি জানা যায়নি তা। যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত বহুজাতিক মার্কিন চারুকলা প্রতিষ্ঠান সোথেবিজের বরাত দিয়ে শুক্রবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
জানা যায়, স্বাধীনতা অর্জনের পর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হলে ইউএস চার্টার বা মার্কিন সনদ স্বাক্ষর করা হয়। ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের স্বাক্ষরিত সনদের মধ্যে বর্তমানে প্রাপ্য ১১টি কপির মধ্যে এটি একটি। যুক্তরাষ্ট্রের জাতির জনক জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্রাংকলিন এবং জেমস ম্যাডিসনসহ দেশটির প্রতিষ্ঠাতারা এই সনদে স্বাক্ষর করেছিলেন।
ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের একটি দল নিলামে এই নথি কেনার জন্য ৪ কোটি মার্কিন ডলার পর্যন্ত দর দিয়েছিল। কিন্তু এরপরও তারা সেটি কিনতে ব্যর্থ হয় এবং বিক্রয় কমিশনসহ যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরল মূল এই কপিটি ৪ কোটি ৩২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়।
সোথেবিজের মুখপাত্র জানিয়েছেন, কোনো ঐতিহাসিক নথি বিক্রির ইতিহাসে এটি সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছে।
ইবাংলা /টিপি /১৯ নভেম্বর ২০২১