ইথিওপিয়ার ট্রিগে প্রদেশে বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে উত্তরাঞ্চলের টিগ্রের টগোগা শহরের একটি মার্কেটে এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু বেসামরিক নাগরিক ছিলনা। যদিও রয়টার্সকে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, হামলায় তার স্বামী ও ২ বছর বয়সের মেয়ে মারা গেছে।
ঐ নারী আরও বলেন, স্থানীয় সময় দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা কোন বিমান দেখিনি তবে শব্দ শুনেছি। যখন এই বিস্ফোরণটা হয় তখন সবাই সেখান থেকে পালিয়ে যায়।
পরে আমরা সবাই ফিরে আসি এবং আহতদের উদ্ধার করি। তবে এই বিমান হামলার বিষয়ে কোন মন্তব্য করেননি প্রধানমন্ত্রীর মুখপাত্র আবি আহমেদ। সূত্র: রয়টার্সের
আই/ ইথিও/ ২৩ জুন, ২১