দাম কমেছে পেঁয়াজের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমদানি বৃদ্ধি পাওয়ায় হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম। ভারতের বিভিন্ন রাজ্যে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সেই সঙ্গে সেখানকার স্থানীয় আড়ত গুলোতে বেড়েছে পেঁয়াজের সরবরাহ। এরই প্রভাবে হিলিতে আবার পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

এতে হিলি স্থলবন্দরে আসতে শুরু করেছে পেঁয়াজবোঝাই ট্রাক। ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধির ফলে বন্দরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দর কমেছে ৬ থেকে ৭ টাকা।

বন্দরের সূত্রে মতে, বর্তমানে পেঁয়াজের দাম কমে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে হিলির আড়তগুলোয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৭ টাকা দরে।

আরও পড়ুন: শীতেও বাড়ছে সবজির দাম

হিলি কাস্টমসের তথ্য অনুসারে, চলতি সপ্তাহের শনিবার (২০ নভেম্বর) ভারতীয় ২০ ট্রাকে প্রায় ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বন্দর দিয়ে ২৪টি ট্রাকে ৬৮৬ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এ দিকে কাঁচাপণ্য দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

ইবাংলা /টিআর /২১ নভেম্বর ২০২১

আমদানিকমেছেদামপেঁয়াজের
Comments (0)
Add Comment