লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বাবা ও দুলাভাইকে অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনায় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাপুর গ্রামে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
এসময় আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি চাইনিজ কুড়াল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। রোববার ( ২১ নভেম্বর) বেলা ১১টায় চন্দ্রগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র আইনে দু’টি মামলা হয়েছে বলে গণমাধ্যমকে জানায় পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে রাসেল নামে এক বখাটে যুবক ঘটনার শিকার ছাত্রীকে উত্যক্ত করতো।শনিবার রাতে ছাত্রীকে তুলে নেওয়ার উদ্দেশ্যে রাসেল ও তার সহযোগীরা ছাত্রীর বাবা ও দুলাভাইকে অস্ত্র ঠেকিয়ে পরিবারের লোকজনকে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার সময় ছাত্রী ও পরিবার চিৎকার করে উঠে। এসময় স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে মো. রাসেল, আরিফ হোসেন, মো. শাওন, মোরশেদ আলম ও রবিউল আলম নামে ৫ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবাকে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণের চেষ্টাকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার বাদী হয়ে অপহরণ মামলা ও পুলিশের এসআই দুলাল বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে রাসেল বখাটে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
ইবাংলা / নাঈম/ ২১ নভেম্বর ২০২১