ঘরের মাঠেই পয়েন্ট হারাল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সমীকরণ মেলাতে মঙ্গলবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি হয় বার্সেলোনা। এই ম্যাচ দিয়ে বার্সার কোচ হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয় জাভি হার্নান্দেজের। তবে শুরুটা ভালো হলো না বার্সা কিংবদন্তির।

বেনফিকার বিপক্ষে যেখানে জয় তুলে নিলেই নিশ্চিত হতো শেষ ষোলো, সেখানে গোলশূন্য ড্রতে পয়েন্ট হারিয়ে বিপদে কাতালান ক্লাবটি। শঙ্কা তৈরি হয়েছে গ্রুপ পর্ব থেকে বিদায়ের।  শেষ ম্যাচে তারা খেলবে বায়ার্নের বিপক্ষে।  অন্যদিকে বেনফিকা খেলবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ডায়নামো কিয়েভের বিপক্ষে নিজেদের মাঠে।

আরও পড়ুন : সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

এই ড্রয়ে ‘ই’ গ্রুপে ৫ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭ পয়েন্ট।  সমান ম্যাচ থেকে বেনফিকার সংগ্রহ ৫ পয়েন্ট।  শেষ ম্যাচে তারা জয় পেলে এবং বার্সেলোনা হারলে কিংবা ড্র করলে সুযোগ থাকবে বেনফিকার।  ১৫ পয়েন্ট সংগ্রহ করে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।  কোচ জার্ভি হার্নান্দেজের তত্ত্বাবধানে এদিন চ্যাম্পিয়নস লিগে কাতালানরা প্রথম ম্যাচ খেলতে নামে।  প্রথমার্ধে তারা বেশ কিছু সুযোগও তৈরি করে।  কিন্তু গোল মিসের মহড়ায় জালের নাগাল পায়নি।

প্রথমার্ধে বেনফিকার রোমান ইয়ারেমচুক কাছ থেকে হেড নিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন প্রায়।  কিন্তু বার্সা গোলরক্ষক আন্দ্রে টার স্টেগান সেটা ফেরান।  প্রথমার্ধের শেষ দিকে বার্সার অস্ট্রিয়ান তারকা ইউসুফ দেমিরের বাঁকানো শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে।

আরও পড়ুন : নেটিজেনদের ঘুম কেড়েছেন এই গলফার

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে কাতালানদের মেম্ফিস দীপে কাছ থেকে শট নিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন প্রায়।  কিন্তু বেনফিকার আর্জেন্টাইন তারকা নিকোলাস ওটামেন্ডি সেটা কোনোরকমে ক্লিয়ার করেন।

ম্যাচের শেষ মুহূর্তে বার্সেলোনার রোনাল্ড আরাউজো বল জালে জড়িয়েছিলেনও।  কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়।  তাতে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচটি এবং পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বার্সা-বেনফিকা।

ইবাংলা/এএমখান/২৪ নভেম্বর, ২০২১

Contact Us