সুদানে পদত্যাগ করলেন ১২ মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
সুদানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের চুক্তি মেনে নিতে পারেনি গণতন্ত্রপন্থীরা। তাই এ চুক্তির প্রতিবাদে প্রধানমন্ত্রীর পদে ফেরা আব্দাল্লা হামদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ১২ মন্ত্রী। তবে চুক্তি স্বাক্ষরের পর হামদক আল-জাজিরাকে দেওয়া একটি সাক্ষাতকারে বলেছেন, তার কাঁধে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ববোধ থেকেই তিনি এ চুক্তিতে স্বাক্ষর করেছেন।
সামরিক কাউন্সিলের সাথে করা এই চুক্তিকে আন্তর্জাতিক মহল সাধুবাদ জানালেও বিষয়টি নিয়ে খুশি নয় দেশটির গণতন্ত্রপন্থীরা। তারা এ চুক্তিকে সেনা অভ্যুত্থানের বৈধতা দেওয়ার প্রচেষ্টা বলে মনে করছেন। তাদের দাবি, সেনাবাহিনী যেন কোনোভাবে ভবিষ্যতে কোনো সরকারের অংশ হতে না পারে।
পদত্যাগ করা ১২ মন্ত্রী হামদক নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন।পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে রয়েছেন- দেশটির পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, কৃষিমন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তরুণ ও ধর্মবিষয়ক মন্ত্রী।
অক্টোবরের ২৫ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন আল-বুরহান। সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে এই ক্ষমতা দখলের পর থেকেই দেশটির হাজার হাজার নাগরিক প্রায় প্রতিদিনই বিক্ষোভ করে আসছিলেন। এতে প্রায় ৪১ জনের মৃত্যু হয়।
দীর্ঘদিন সুদানের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যূত করা হয় ২০১৯ সালে। এরপর সামরিক ও বেসামরিকদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হয়।
ইবাংলা/টিপি/২৪ নভেম্বর, ২০২১