মীর-স্বস্তিকা বড় পর্দায় 

বিনোদন ডেস্ক

কলকাতার শোবিজ অঙ্গনের জনপ্রিয় দুই মুখ মীর আশরাফ আলী ও স্বস্তিকা মুখার্জি। চার বছর আগে তারা ‘মাইকেল’ ছবিটে জুটি বেঁধেছিলেন।এরপর একসঙ্গে কাজ করা হয়নি। আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন তারা।

Islami Bank

‘বিজয়ার পরে’ সিনেমায় দেখা যাবে মীর ও স্বস্তিকাকে। এটি পরিচালনা করছেন অভিজিৎ শ্রী দাস। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হচ্ছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন মমতা শংকর ও দীপঙ্কর দে।

সিনেমায় মমতা শংকর ও দীপঙ্কর দে প্রবীণ দম্পতি। তাদের মেয়ে মৃণ্ময়ীর চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। আর তার স্বামীর চরিত্রে মীর।

মীর বলেন, ২০১৭ সালে আমি আর স্বস্তিকা জুটি বেঁধেছিলাম ‘মাইকেল’ ছবিতে। আবার আমরা বড় পর্দায় একসঙ্গে ফিরতে চলেছি। পূজার আবহে তৈরি ছবি। এই প্রথম কাজ করব মমতা শঙ্করের সঙ্গে। সব মিলিয়ে নতুন কাজের জন্য মুখিয়ে আছি।

one pherma

এরপরেই কথার ভাঁজে ছোট্ট মোচড় মীরের। বললেন বাকি কথা বলব ‘বিজয়ার পরে’! অভিজিৎ বলেন, ‘দুর্গোৎসবের প্রেক্ষাপটে কিছু গুমোট অভিমান, কিছু মনকেমন সামনে আসবে। অলকানন্দা, মৃন্ময়ী, আনন্দর রূপ ধরে। আমাদের প্রথম ছবিতে।’

স্বস্তিকা বলেন, অনেকদিন পরে বাংলা সিনেমায় কাজ করব। মাঝে ওয়েব সিরিজ করলেও, শেষবার ‘শ্রীমতী’ সিনেমায় কাজ করেছিলাম, সেটি ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে। আর এই সিনেমাতে এমন কলাকুশলী রয়েছেন যাদের সঙ্গে কাজ করার জন‌্য আমি মুখিয়ে থাকি।

ইবাংলা / নাঈম/ ২৭ নভেম্বর, ২০২১

Contact Us