মোটার কারণে চাকরি পেলেন না তরুণী!

ইবাংলা ডেস্ক

বডি শেমিং বা শারীরিক গড়নের কারণে বিদ্রুপের শিকার হওয়া নতুন কিছু নয়। তবে এই তরুণী শুধু বিদ্রুপেরই স্বীকার হননি, মোটা এই অজুহাতে সব যোগ্যতা থাকা পরও তাকে নিয়োগ দেয়নি একটি প্রতিষ্ঠান। খোদ ব্রিটেনে এই ঘটনা ঘটেছে বলে একটি ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

Islami Bank

ওই প্রতিবেদনে বলা হয়েছে, টিডিএম রিক্রুটমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক ফায়ে অ্যাঞ্জেলেটা নামহীন একটি ফার্মে নতুন বাড়ি বিক্রির কাজের জন্য এক তরুণীকে পাঠান। বাড়ির বর্তমান বাজারদর এবং এলাকা সম্পর্কে ওই তরুণীর ভালো জানা থাকলেও তাকে নিয়োগ দেয়নি ফার্মটি।

অ্যাঞ্জেলেটা জানান, রিক্রুটমেন্ট নিয়ে আমি সাত বছর ধরে কাজ করছি। এটা একদম অবিশ্বাস্য। তারা আমাকে খুদে বার্তা পাঠিয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে, সে এসব লিখেছে।

one pherma

মোটার কারণে ওই তরুণীকে নিয়োগ না দেওয়ার দায় অবশ্য নিজের কাঁধেই নিয়েছেন অ্যাঞ্জেলেটা। তিনি বলেন, চেহারার কারণে তার চাকরি হয়নি। তিনি যে বুলিংয়ের শিকার হয়েছেন তার জন্য আমি দায়ী।যদিও ওই তরুণীকে চাকরি না হওয়ার কারণ বলতে তিনি হেসেই উড়িয়ে দিয়েছেন।

ইবাংলা / নাঈম/ ২৭ নভেম্বর, ২০২১

Contact Us