লাইফ সাপোর্টে হেফাজতের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। শনিবার (২৭ নভেম্বর) হার্ট অ্যাটাক করেন তিনি। এ সময় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাতেই লাইফ সাপোর্টে নেওয়া হয়।

Islami Bank

আল্লামা নুরুল ইসলাম জিহাদীর ছেলে মোর্শেদ বিন নূর বলেন,শনিবার রাত ১টায় দিকে আব্বাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

one pherma

তিনি আরও বলেন, গতকাল শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে আব্বা কর্মব্যস্ত ছিলেন। এরমধ্যে গতকাল সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

ইবাংলা / টিপি/ ২৮ নভেম্বর, ২০২১

Contact Us