‘বাংলাদেশ ওরাওঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র কমিটি গঠন

নিজম্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাংলাদেশ ওরাওঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টায় গৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাংঙ্গনে বিপ্লব কুজুর (সাবাত) কে আহবায়ক ও সাবুলাল খালকো কে যুগ্ম আহবায়ক ও সুবাস টপ্য কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গৈল দিঘরী পরিষদ রাজা বাবুলাল টপ্যের সভাপতিত্বে ও বাংলাদেশ ওরাওঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক রনজিত মিনজি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নিয়ামতপুর উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ ওরাওঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সন্মানিত সদস্য জনাব বিশদ মনি টপ্য।বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন।

one pherma

কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ড. আরোক টপ্য,সাধরণ সম্পাদক জনাব সন্তোষ কুমার তিগ্যা,সাংগঠনিক সম্পাদক জনাব স্বপন এককা কোষাধ্যক্ষ জনাব দেবেন্দ্র নাথ টপ্য। কেন্দ্রীয় কমিটির সন্মানিত সদস্য জনাব দিপংকর লাকড়া, জনাব বাবলু উরাও মিনজি, নিয়ামতপুর উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জনাব সোনাধন টুডু,অর্থ বিষয়ক সম্পাদক রনিকান্ত তিরকি, প্রচার সম্পাদক জনাব মহেন্দ্র নাথ মিনু মিনজি প্রমুখ।

প্রধান অতিথি বলেন ওরাওঁ সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের সমাজের সচেতন ব্যক্তি ও শিক্ষিত ছেলে মেয়েদেরকে অগ্রনী ভূমিকা রাখতে হবে। এরাই ওরাওঁ সমাজটাকে পরিবর্তন করতে পারবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীন আদিবাসী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মেঘনাথ বারোয়ার, উন্নয়ন কর্মী অজিত তিরকি, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মোঃ দেলওয়ার হোসেন ও নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নের ওরাওঁ প্রতিনিধিবৃন্দ।

ইবাংলা /টিআর /২৮ নভেম্বর ২০২১

Contact Us