বাপ্পি লাহিড়ীর গয়না রহস্য!

তাসিন

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। আশির দশকে বলিউড গানে ভিন্ন মাত্রা যোগ করেছিলেন তিনি। নানান ভাষায় হাজার হাজার গান করেছেন এই সুপারস্টার। গানের বাইরে অভিজাত সাজসজ্জার জন্য বাপ্পি লাহিড়ীর আলাদা পরিচিতি রয়েছে। কোটি মানুষের প্রিয় এই শিল্পীকে সবসময় দেখা যায় সোনার অলঙ্কারে সজ্জিত।

Islami Bank

লাহিড়ীর জুয়েলারি কালেকশন যেকোনো গয়নাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। এক সাক্ষাৎকারে গয়নার প্রতি ভালোবাসার কারণ জানিয়েছেন এই কিংবদন্তি। হলিউডের মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা অনুপ্রাণিত তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, বাপ্পি লাহিড়ী বলেন, ‘এলভিস প্রিসলি সোনার চেন পরতেন। আমি সেটা খুবই পছন্দ করতাম। সেই সময় আমি ভাবতাম, যখন আমি প্রতিষ্ঠিত হব তখন আমি নিজের একটা আলাদা ইমেজ তৈরি করব। এরপর যখন আমি সফল হই, সোনা কেনার আর্থিক ক্ষমতা অর্জন করি, তখন আমি একের পর এক গয়না কিনি। সোনা আমার জন্য খুবই লাকি।’

one pherma

সংগীতের সঙ্গে বাপ্পির প্রেম একেবারে ছোটবেলা থেকে। মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শেখা শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে মিউজিক ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন এই মিউজিক কম্পোজার। তার অনুপ্রেরণা ছিলেন শচীন দেব বর্মণ। বলিউডের রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক তিনিই। আজও তার গানের জনপ্রিয়তা তুঙ্গে।

উল্লেখ্য, ‘জিমি জিমি’, ‘ডিসকো ড্যান্সার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বাপ্পি লাহিড়ী। এক বছরে ৩৩ সিনেমায় ১৮০টি গান করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।

ইবাংলা / এইচ/ ২৮ নভেম্বর, ২০২১

 

 

Contact Us