‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

‘নো মাস্ক নো সার্ভিস’এর পর এবার দেশে চালু হতে যাচ্ছে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ব্যবস্থা । দেশে করোনাভাইরাস সংক্রমণ কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

Islami Bank

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ প্রায় ৬ কোটি ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৪ কোটির কাছাকাছি। সব পর্যায়েই টিকা দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারপরও দেখা যাচ্ছে- এখনও অনেকে টিকা নেননি এবং তাদের টিকা নেওয়ার আগ্রহও কম।

one pherma

মন্ত্রী বলেন, জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করতে প্রতিটি সরকারি দপ্তরে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর কথা ভাবা হচ্ছে । এটি করতে পারলে টিকার কার্যক্রম আরও বেগবান হবে। নতুন এ সিদ্ধান্তের বিষয়টি এখন চিঠি দিয়ে সকল সরকারি দফতরে জানিয়ে দেওয়া হবে।

ইবাংলা/টিপি/০১ ডিসেম্বর২০২১

Contact Us