মেহেদিতে আঁকা ব্লাউজের ভিডিও ভাইরাল

লাইফস্টাইল ডেস্ক :

সাধারণত শাড়িকেই ধরা হয় সব জায়গায় মানানসই একটি পোশাক হিসাবে।  শাড়ি-ব্লাউজ দুইয়ে মিলে সম্পূর্ণ হয় সাজ।  শাড়ির নকশা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্ব দেওয়া হয় ব্লাউজের পছন্দকে।

Islami Bank

আধুনিক যুগে নিত্যনতুন ডিজাইনের ব্লাউজে ছেয়ে গিয়েছে চারদিক। বহু ক্ষেত্রে শাড়ির থেকে অনেক বেশি কদর পায় সুন্দর ব্লাউজ। তাই আজকাল রকমারি ডিজাইনার ব্লাউজ পরার অভ্যাসও হয়েছে। কেউ পরেন পুঁতি বসানো ব্লাউজ, কেউ বা জড়ি কিংবা সুতোর কাজের ব্লাউজ পরে সাজেন। কিন্তু কখনও কি মেহেদির ব্লাউজের কথা শুনেছেন?

সাজের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

one pherma

সম্প্রতি নেটমাধ্যমে এমনই একটি ব্লাউজের ভিডিও ভাইরাল হয়েছে। চিকনের কাজ করা সাদা শাড়ি পরে সেজেছেন এক নারী। মাথায় ফুল। কানে লম্বা দুল। শুধু গায়ে কোনো কাপড়ের ব্লাউজ নেই। বদলে সারা গায়ে মেহেদি দিয়ে আঁকা রয়েছে একটি ব্লাউজ। সঙ্গে রয়েছে ক্যাপশন। ‘মেহন্দির ব্লাউজ। এর পর কী?’

নেটমাধ্যমে এই ভিডিও ঘুরতে শুরু করা মাত্র ৮০,০০০-এর বেশি নেটাগরিক তা দেখে ফেলেন। নানা জনে করেন নানা রকম মন্তব্য। এক নেটাগরিক ওই ভিডিওর পোস্টের নিচে লেখেন, ‘মেহন্দি লাগানো শিখতে হবে।’ আর একজন লিখেছেন, ‘ক্যাপশন পড়ার আগে বিষয়টি বুঝতেই পারিনি।’

ইবাংলা/এএমখান/০২ ডিসেম্বর, ২০২১

Contact Us