সীমিত পরিসরে ‘লকডাউন’

ই-বাংলা ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে সারা দেশে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হয়েছে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সব গণপরিবহন। বিভিন্ন স্থানে পুলিশ যানবাহন ঘুরিয়ে দিচ্ছে। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী লোকজন।

কেউ হেঁটে, কেউ রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন। তবে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। গাদাগাদি করে নৌপথেও চলছেন যাত্রীরা। এত বাড়ছে সংক্রমণের ঝুঁকিও।

লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে যাত্রী পরিবহন করায় ঢাকাগামী মাইক্রোবাস ফিরিয়ে দিচ্ছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ। বলদাখালে, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ জুন।

সীমিত পরিসরে লকডাউন চলছে। সড়কে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজ আছে কি না, তা জানতে চাইছে পুলিশ। তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, ২৮ জুন।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন। গণপরিবহন না থাকায় ভোগান্তি পড়েছেন অফিসগামী যাত্রীরা। কাকলী, বনানী, ঢাকা ২৮ জুন। ছবি: দীপু মালাকার
গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ভাড়ায় ব্যক্তিগত গাড়ি ভাড়া করছেন যাত্রীরা। সাইনবোর্ড এলাকা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ২৮ জুন।

আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনার সংক্রমণ। চলছে লকডাউন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই সচেতনতা। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই কেনাকাটা করতে ভিড় করছেন তাঁরা। বড়বাজার, খুলনা, ২৮ জুন।

গণপরিবহন না পেয়ে ভ্যানে করে গন্তব্যে রওনা দিয়েছেন পেশাজীবী লোকজন। এ কে খান মোড়, চট্টগ্রাম নগর, ২৮ জুন।

ঝুঁকি জেনেও মোটরসাইকেলে তিনজন গন্তব্যে চলেছেন। সাইনবোর্ড এলাকা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ২৮ জুন।

লকডাউনে গণপরিবহন বন্ধ। পরিবহন না পেয়ে হেঁটে এসে শিশুসন্তান নিয়ে ক্লান্ত হয়ে সড়কের ওপর বসে পড়েছেন এক নারী। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল নগর, ২৮ জুন।ছবি: সাইয়ান


বিধিনিষেধ উপেক্ষা করে বিনা প্রয়োজনে চলছেন মোটরসাইকেল আরোহীরা। কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া সদর, ২৮ জুন।

রংপুরে সড়কে অন্যান্য দিনের চেয়ে আজ যানবাহন চলাচল কম ছিল। সড়কে ব্যাটারিচালিত রিকশাই ছিল প্রধান বাহন। সিটি বাজার, রংপুর, ২৮ জুন।

সীমিত পরিসরে লকডাউন বন্ধ রয়েছে নথুল্লাবাদ বাস টার্মিনালের সব যাত্রীবাহী বাস। বরিশাল নগর, ২৮ জুন।

সীমিত লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে বুড়িগঙ্গা নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় যাতায়াত করছেন যাত্রীরা। কামরাঙ্গীরচর, ঢাকা, ২৮ জুন। ছবি: প্রথম আলো

 

Contact Us