মেয়ের বাবা হলেন প্রধানমন্ত্রী

ইবাংলা ডেস্ক

ফের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয় সন্তানের জনক হলেন তিনি। বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) সকালের দিকে লন্ডনের একটি হাসপাতালে বরিস ও তার স্ত্রী ক্যারির কোল আলো করে এসেছে এক কন্যা সন্তান। খবর রয়টার্স এর।

Islami Bank

জানা গেছে, হাসপাতালে জন্ম নেওয়া বরিস দম্পতির কন্যা সুস্থ আছে। এই ​দম্পতির এক মুখপাত্র জানিয়েছেন, বরিসের স্ত্রী ক্যারি এবং সদ্য জন্মগ্রহণ করা কণ্যা দু’জনই ভালো আছেন। তাদের সব ধরনের সেবা এবং সহায়তা দেওয়ার জন্য ন্যাশনাল হেলথ সার্ভিসের মা ও শিশু দলকে ধন্যবাদ জানাতে চায় এই দম্পতি।’

one pherma

এর আগে, গত বছরের এপ্রিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারির সংসারে প্রথম ছেলে উইলফ্রেডের জন্ম হয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের মে মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। উল্লেখ্য, ক্যারির আগে আরও দু’টি বিয়ে করেছিলেন। তবে কতজন সন্তান রয়েছে তা স্পষ্ট নয়।

ইবাংলা / নাঈম/ ৯ ডিসেম্বর, ২০২১

Contact Us