প্রথম সিনেমা নিয়ে আশাবাদী নোভা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ ফারদিন ফিরোজ নোভা। মাঝখানে অনেকদিন ধরে ক্যামেরার সামনে অনিয়মিত ছিলেন। সম্প্রতি আবার নিয়মিত হয়েছেন। প্রথম বারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছবির নাম ‘মৃধা বনাম মৃধা’।

Islami Bank

সিনোমাটিতে নোভার নায়ক হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। রনি ভৌমিক পরিচালিত ‘মৃধা বনাম মৃধা’ চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সর সনদ পেয়েছে। এখন অনেকের মতো নোভাও চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষা করছেন।

নোভা বলেন, ‘প্রায় ১৬ বছর ধরে অভিনয় করি। সেই শুরু থেকেই চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখতাম। সব সময় ভেবেছি, আমার প্রথম ছবি হবে দর্শকদের হৃদয়ে দাগ কাটার মতো। এবার সেই সুযোগ হয়েছে।’

নোভা বলেন, ‘যখন মডেলিং ও টিভি নাটকে নিয়মিত অভিনয় করতাম, তখন অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। পছন্দমতো ছবি ও চরিত্র পাইনি বলে করা হয়নি। এবার চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেলাম। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।’

one pherma

প্রথমবার চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে নোভা বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, সত্যি বলতে গেলে এই সিনেমাটি নিয়ে আমি খুব এক্সসাইটেট। প্রথম সিনেমাতে সবারই অনেক বেশি প্রেসার থাকে এবং চ্যালেঞ্জিংও বটে। যে চরিত্রটা উপস্থাপন করতে হচ্ছে সেটা বেশ চ্যালেঞ্জিং আমার জন্য ’

‘মৃধা বনাম মৃধা’ ছবির গল্পে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ছবির শুটিং। শেষ হয়েছে আগস্টের প্রথম সপ্তাহে।

টোস্টার প্রোডাকশন প্রযোজিত এ সিনেমায় সিয়াম–নোভা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতিসহ অনেকে। নতুন এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সংশ্লিষ্টরা।

ইবাংলা/জেডআরসি/১৫ ডিসেম্বর, ২০২১

Contact Us