ওয়েব সিরিজে আসছে ডিপজল!

বিনোদন প্রতিবেদক

চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ খ্যাত মনোয়ার হোসেন ডিপজল এবার ওয়েব সিরিজ নিয়ে এসেছেন। সাভারে তার শুটিং হাউসে ‘জিম্মি’ নামে ৭ পর্বের ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে আগামী ১ জানুয়ারি। এটি প্রযোজনাও করছেন ডিপজল। পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর।

Islami Bank

অভিনয় প্রসঙ্গে ডিপজল বলেন, এখন প্রযুক্তির যুগ। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। এতে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। আমরাও পিছিয়ে থাকতে পারি না।

তিনি বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু ভাবি না। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই। এটি ওয়েব সিরিজ হলেও, এতে দর্শক সিনেমার পুরো স্বাদ পাবেন।

ডিপজল বলেন, এটি আমি ‘টেস্ট কেস’ হিসেবে নিচ্ছি। আশা করছি, দর্শক গ্রহণ করবে। হতাশ হবে না। তবে সিনেমা আমার রক্তের সাথে মিশে আছে। যতদিন বেঁচে আছি, সিনেমা আমি বানাব। ইতোমধ্যে আমার সাত-আটটি সিনেমা রেডি আছে। এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে। আমার টার্গেট প্রতি মাসে একটি করে সিনেমা নির্মাণ ও মুক্তি দেয়া। এ টার্গেট নিয়েই এগিয়ে যাচ্ছি। ওয়েব সিরিজ সম্পর্কে মনতাজুর রহমান আকবর বলেন, আমরা চাচ্ছি, যুগের সাথে তাল মিলাতে।

one pherma

তিনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মে শুধু ওয়েব সিরিজ নয়, সারাবিশ্বের সিনেমা মুক্তি দেয়া হয়। আমরাও এর সাথে শামিল হতে চাই। যে ওয়েব সিরিজটি নির্মাণ করছি, সেটি অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের।

এটি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রগ্রহণে আছেন সবুজ। ডিপজলের পাশাপাশি এতে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, বড় দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরো অনেকে।

ইবাংলা /টিআর /২৯ ডিসেম্বর

Contact Us