ভাইকে উল্টো মাথায় নিয়ে ১০০ সিঁড়ি পাড়ি!

ইবাংলা ডেস্ক

ভাইকে মাথায় চাপিয়ে মাত্র ৫৩ সেকেন্ডে ১০০ সিঁড়ি বেয়ে গিনেস বুকে ঠাঁই করে নিয়েছেন এক যুবক। সম্প্রতি স্পেনের একটি গির্জার বাইরে ভিয়েতনামের বাসিন্দা এই ভ্রাতৃদ্বয় এই চমক দেখান বলে গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে।

Islami Bank

জিয়াং কুওক কো (৩৭) এবং জিয়াং কুওক এনগিপ (৩২) নামে এই ভ্রাতৃদ্বয় সার্কাসে খেলা দেখান। ২০১৬ সালের ডিসেম্বরে একই জায়গায় ৫২ সেকেন্ডে ৯০টি সিঁড়ি বেয়ে গিনেস রেকর্ড গড়েছিলেন তারা। তবে এইবার আগের রেকর্ড ছাপিয়ে ৫৩ সেকেন্ডে ১০০ ধাপ চড়লেন এই দুই ভাই।

one pherma

আগে ওই স্প্যানিশ গির্জার সিঁড়িতে ৯০টি ধাপ ছিল। পরে তাদের দুইভাইয়ের জন্য আরও ১০টি ধাপ তৈরি করা হয়। এই ব্যাপারে বড় ভাই জিয়াং কুওক কো বলে, নতুন ধাপগুলো আগের ধাপগুলোর তুলনায় ভিন্ন উচ্চতার ছিল। আমরা আগে থেকে এই ১০টি ধাপে অনুশীলন করার সুযোগ পাইনি।

ইবাংলা / নাঈম/ ২৯ ডিসেম্বর, ২০২১

Contact Us