করোনায় দেশের ১৬ জেলায় ১০২ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি :

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের ১৬ জেলায় ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিক্যালেই মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও চুয়াডাঙ্গার একজন করে মোট পাঁচজন মারা গেছেন। ১৯ জনের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়।

Islami Bank

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ নিয়ে ৪০৫ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮৯ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২৯.০৩ শতাংশ।

এদিকে, খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালসহ চারটি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৬২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ জন। জেলায় শনাক্তের হার প্রায় ৩৫.২ শতাংশ।

one pherma

অন্যদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। এদের মধ্যে দুইজন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়। এছাড়া কুষ্টিয়ায় ১২, চুয়াডাঙ্গায় ১০, ময়মনসিংহে ৭, ঠাকুরগাঁওয়ে ৫, টাঙ্গাইলে ৭, সাতক্ষীরায় ৫ এবং নোয়াখালীতে ২ জনের মৃত্যু হয়েছে।

ই-বাংলা/ জেলাক/ ৬ জুলাই, ২০২১

Contact Us