করোনায় দেশের ১৬ জেলায় ১০২ জনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি :
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের ১৬ জেলায় ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিক্যালেই মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও চুয়াডাঙ্গার একজন করে মোট পাঁচজন মারা গেছেন। ১৯ জনের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ নিয়ে ৪০৫ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮৯ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২৯.০৩ শতাংশ।
এদিকে, খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালসহ চারটি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৬২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ জন। জেলায় শনাক্তের হার প্রায় ৩৫.২ শতাংশ।
অন্যদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। এদের মধ্যে দুইজন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়। এছাড়া কুষ্টিয়ায় ১২, চুয়াডাঙ্গায় ১০, ময়মনসিংহে ৭, ঠাকুরগাঁওয়ে ৫, টাঙ্গাইলে ৭, সাতক্ষীরায় ৫ এবং নোয়াখালীতে ২ জনের মৃত্যু হয়েছে।
ই-বাংলা/ জেলাক/ ৬ জুলাই, ২০২১