কাল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিম

ইবাংলা বিনোদন ডেস্ক

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সনাতন ধর্মরীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তাঁর ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন। বিয়েতে দাওয়াত পেয়েছেন এমন একাধিকজন এ তথ্য নিশ্চিত করেছেন।

Islami Bank

গেল বছরের জন্মদিনের সন্ধ্যায় বিদ্যা সিনহা মিম জানান, তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম।

one pherma

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি।

ইবাংলা /এইচ/ ০৩ জানুয়ারি, ২০২২

Contact Us