জন্মদিনে ‘চমক’ দিলেন দীপিকা!

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাডুকোন ৩৬ বছরে পা রাখলেন। বুধবার (৫ জানুয়ারি) এশিয়ার অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রীর জন্মদিন। আর বিশেষ এই দিনেই ভক্তদের সুখবর জানালেন দীপিকা। জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম থেকে প্রকাশ্যে আনলেন তার আসন্ন সিনেমা ‘গেহরাইয়া’ এর একটি পোস্টার। পাশাপাশি এও জানালেন ভালোবাসার মাস অর্থাৎ আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

Islami Bank

‘গেহরাইয়া’ এর কাহিনী মূলত দাম্পত্য ও পরকীয়ার বেড়াজালে আটকে থাকা নানান বিষয়কে কেন্দ্র করে। যেখানে প্রথমবারের মত জুটি বাঁধছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও দীপিকা, সাথে থাকছেন অন্যন্যা পাণ্ডে। আরো থাকছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত ধৈর্য কারওয়া। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিটির টিজার, যা দর্শকদের মন ছুঁয়ে গেছে।

এর আগে জানা যায়, চলতি বছরের ২৫ জানুয়ারি ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইমে স্ট্রিমিং হবে ছবিটি। তবে প্রযোজনা সংস্থা জানালো দীপিকা-সিদ্ধান্তের ‘গেহরাইয়া’ দেখতে আরেকটু ধৈর্য ধরতে হবে দর্শকদের।

one pherma

এদিকে ছবিটির চিত্রনাট্য সম্পর্কে বলতে গিয়ে ছবির পরিচালক শকুন বাত্রা বলেছেন যে, ‘আমার জন্য ‘গেহরাইয়া’ কেবল একটি চলচ্চিত্র নয়। এটি মানব সম্পর্কের জটিলতা নিয়ে একটি যাত্রা, এটি আধুনিক প্রাপ্তবয়স্ক সম্পর্কের একটি আয়না। কীভাবে আমরা অনুভূতির গোলকধাঁধা অতিক্রম করি এখানে সেটিই দেখানো হয়েছে। এবং আবেগ কীভাবে আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে তারই প্রতিচ্ছবি ‘গেহরাইয়া’৷’ শকুন বাত্রার জুসকা ফিল্মসের সাথে যৌথভাবে ধর্ম প্রোডাকশন এবং ভায়াকম ১৮ স্টুডিও প্রযোজিত আসন্ন ‘গেহরাইয়া’ ছবিটি।

ইবাংলা /  নাঈম/ ০৬ জানুয়ারি, ২০২২

Contact Us