‘ঢাকা নগর পরিবহন’ চালু হচ্ছে নতুন ৩ রুটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু ঢাকা নগর পরিবনের বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে আরও তিনটি রুটে শিগগিরই এ কার্যক্রম চালু হতে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

সোমবার (৭ ফেব্রুয়ারি) নগর ভবনে বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভায় নতুন এ পরিকল্পনার কথা জানান ডিএসসিসির মেয়র।

সভা শেষে মেয়র তাপস বলেন, রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আমরা আরও তিনটি রুটে শিগগিরই নগর পরিবহন চালুর বিষয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

এই রুট তিনটি সবুজগুচ্ছের আওতায় ২২, ২৩ ও ২৬ নম্বর রুট। ২২ নম্বর রুট হলো ঘাটারচর থেকে বসিলা ও আসাদগেট হয়ে ফার্মগেট, শাহবাগ, পল্টন ও রূপসী হয়ে ভুলতা।

২৩ নম্বর রুটে ঘাটারচর থেকে বসিলা, আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ, পল্টন কমলাপুর, সায়েদাবাদ ও সাইনবোর্ড হয়ে মেঘনা ঘাট। ২৬ নম্বর রুটে ঘাটারচর থেকে বসিলা, আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ, কাকরাইল, শাপলা চত্বর, দয়াগঞ্জ ও পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ।

এর আগে গত ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু হয়েছে ‘ঢাকা নগর পরিবহন’। ঢাকা নগর পরিবহনে ঘাটারচর-কাঁচপুর রুটে প্রায় ২৭ কিলোমিটার দূরত্বে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ভাড়া ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিটি করপোরেশনের এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে বিআরটিসির ৩০টি ডবল ডেকার এবং ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাসসহ মোট ৫০টি বাস নেমেছে। তবে আগামী দুই মাসের মধ্যে এই উদ্যোগে মোট ১০০টি বাস যুক্ত হওয়ার কথা রয়েছে। এ রুটে রুট পারমিটবিহীন কোনো বাস চলতে দেওয়া হবে না।

ইবাংলা/ টিপি/ ০৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us