মাত্র ১ মিনিটের ব্যবধানে স্ত্রীদের তালাক দিলেন ৩ ভাই!

আন্তর্জাতিক ডেস্ক

যথাযথভাবে মায়ের সেবা-যত্ন না করায় তিন ভাই তাদের স্ত্রীকে একইসঙ্গে তালাক দিয়েছেন। এ ঘটনা উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার। গালফ নিউজ স্থানীয় গণমাধ্যমের বরাতে লিখেছে, তিন ভাই কাজ থেকে বাড়ি ফিরে দেখেন, তাদের বৃদ্ধা মাকে প্রতিবেশীরা গোসল করাচ্ছেন। স্ত্রীরা ঘরে থাকতেও কেন মাকে প্রতিবেশীরা গোসল করাচ্ছেন, এতেই মেজাজ বিগড়ে যায় ভাইদের। ব্যস! আর বিলম্ব নয়, তিন ভাইয়ের একই সিদ্ধান্ত- স্ত্রীদের তালাক! আর তা এক মিনিটেই ব্যবধানেই।

Islami Bank

জানা গেছে, ওই বৃদ্ধা মায়ের একমাত্র কন্যা সপ্তাহে দুদিন মায়ের সেবা-যত্ন করতে এলেও সম্প্রতি তার স্বামী ক্যানসার আক্রান্ত হওয়ায় তিনি আসতে পারছিলেন না। বোনের অনুপস্থিতিতে ভাইয়েরা মায়ের সেবা-যত্নের ভার স্ত্রীদের ওপরই দিয়েছিলেন। কিন্তু স্ত্রীরা সেই দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করে। এমন পরিস্থিতে মাকে প্রতিবেশীদের করুণায় ছেড়ে দেওয়াকে ভাইয়েরা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না।

one pherma

ইবাংলা/নাঈম/ ২১ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us