নোয়াখালীতে যাবজ্জীবন ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে ১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৯ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Islami Bank

আটককৃতরা হলো- বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের হরিবল্লভপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাহফুজ(৫০) এবং এনায়েত নগর গ্রামের নুরুল আমিন মাস্টারের ছেলে মো.বাহার (৩৫)।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল গাজীপুর মহানগরীর গাছা থানার চান্দুরা এলাকা থেকে তাদেরকে আটক করে।

one pherma

আটককৃত মাহফুজ ২০০৬ সালের একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং বাহার দু’টি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলার পলাতক আসামি। আটককৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইবাংলা/ এশো/ ১১ মার্চ, ২০২২

Contact Us