নড়াইলে ফ্যামিলি কার্ডের টিসিবি’র পণ্য বিতরণ

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরের দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শেখহাটি ইউপি চেয়ারম্যান গোলক বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার এসএম তাসকীর আহমেদ, ইউপি সচিব (ভারপ্রাপ্ত) অসীম কুমার বিশ্বাস, ইউপি সদস্য সমীর পাল, বহারুল, জাহাঙ্গীর আলম, শ্যামল কুমার সিকদার, সুরঞ্জন গুপ্ত, পরেশ চন্দ্র বিশ্বাস, আনোয়ার হোসেন, এরশাদ আলী, নাছির উদ্দিন, দিপালী কর, নুর নাহার, অনিতা রানী দেব, কম্পিউটার অপারেটর আজিজুর রহমান, উদ্যোক্তা সুমিত্রা দাস প্রমুখ।

জানা গেছে, শেখহাটি ইউনিয়নে মোট ১২৩২ পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য কেনার সুযোগ পাবেন।

ইবাংলা/ টিএইচ কে/ ২ এপ্রিল, ২০২২

Contact Us