বাড়তি দামে তেল বিক্রির করায় ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অতিরিক্ত দামে ভোজ্যতেল করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে চৌমুহনীর দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় ‘মেসার্স জয় রাম ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

ভোক্তা অধিকার অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

ইবাংলা /জেএন /১২এপ্রিল ,২০২২

Contact Us