মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও কঠোর হুঁশিয়ারি

ডেস্ক প্রতিবেদক

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একাধি ব্যক্তি কটূক্তি করার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর হাজারো মুসুল্লির অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাপাগল সরকারকে ভারতের প্রধানমন্ত্রী মোদিও রক্ষা করতে পারবে না। নবিকে নিয়ে কটূক্তি করার পরও এই সরকার ক্ষমতার নেশায় ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও আনছেন না।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে ফয়জুল করীম বলেন, সংসদ চলছে, নিন্দা প্রস্তাব পাস করেন। ভারতের রাষ্ট্রদূতকে ডাকেন, তার কাছে জবাব চান। যদি এমনটা না হয় তাহলে আগামী ১৬ জুন ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেওয়া হবে।

তিনি বলেন, মনে রাখবেন মোদি সরকার আপনাদের ক্ষমতা টিকিয়ে বা রক্ষা করতে পারবে না। মোদি আপনাদের কামান, বুলেট, যুদ্ধ বিমান দিয়েও রক্ষা করতে পারবে না, কারণ জনগণ ক্ষেপলে কোনো কিছু দিয়েই ক্ষমতা টেকানো যাবে না। আজ বাংলাদেশের জনগণ জাগ্রত হয়েছে।

মুফতি চরমোনাই বলেন, বেঈমানরা তোমরা যদি আমার নবিকে আঙুল উচিয়ে চরিত্র হনন করো, তাহলে সেই আঙুল কেটে ফেলা হবে, যে চোখ রাঙিয়ে কথা বলেছো সেই চোখ উপড়ে ফেলা হবে, যে জিব দিয়ে কটূক্তি করেছো সেই জিব ছিঁড়ে ফেলা হবে।

মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মো. আ. আহাদ জানান, এ ধরণের কর্মসূচির জন্য কোনো ধরনের অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন। তবে এ ধরনের বিক্ষোভ মিছিলের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এ জন্য পুলিশ সতর্ক অবস্থায় ছিল।

ইবাংলা/টিএইচকে/১০জুন,২০২২

Contact Us