‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের এবারের আসর শুরু হতে বাকি আর ১৫৭ দিন। ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের ৩২ দলও নির্ধারিত হয়ে গেছে।
ইউক্রেনকে বিদায় করে ৬৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছিল ওয়েলস। বাকি ২টা দল হিসেবে কাতারের ফ্লাইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া এবং কোস্টারিকা। এরমধ্যে লাতিন আমেরিকার কোস্টারিকা টানা তৃতীয়বারের মতো জায়গা করে নিলো বিশ্বমঞ্চে।
প্রায় এক মাসব্যাপী চলা ২০২২ কাতার বিশ্বকাপের আসরে এবার উদ্বোধনী ম্যাচ খেলবে সেনেগাল এবং নেদারল্যান্ডস। ২১ নভেম্বর আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এবারের আসরে গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের আসরের পর্দা নামবে ১৮ ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে। লুসাইলের আইকনিক লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল। অনলাইনের পাঠকদের জন্য এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ দেওয়া হলো।
ইবাংলা /জেএন /১৬ জুন,২০২২