এমন মানবিক বিপর্যয়ে আমাদের সবার উচিত তাদের বন্যার্ত পাশে দাঁড়ানো

ডেস্ক রিপোর্ট

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। মানবেতর জীবনযাপন করছেন সেখানকার লাখ লাখ বাসিন্দা। সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশপাশি শোবিজ তারকারাও বেশ চিন্তিত। অনেকেই তাদের ফেসবুকে প্রতিক্রিয়া জানাচ্ছেন, কেউ কেউ সাহায্যের আহ্বান করেছেন।

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘ছবি বা ভিডিওতে আমরা যা দেখছি, সিলেটের বন্যা পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। আমি এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের দুর্দশা ভাষায় প্রকাশ করার মতো না।’

তিনি আরও বলেন, ‘এমন মানবিক বিপর্যয়ে আমাদের সবার উচিত তাদের (বন্যার্ত) পাশে দাঁড়ানো। আমি বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। সেই সঙ্গে যারা ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। আমি নিজেও বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার দর্শক-বন্ধুদের যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল।’

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নায়ক বলেন, ‘দেশে বা বিদেশে, যে যেখানে আছেন সামর্থ্য অনুযায়ী বানভাসি মানুষের পাশে দাঁড়াবেন প্লিজ। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’

ইবাংলা / জেএন / ১৯ জুন,২০২২

Contact Us