কামরাঙ্গীরচরে ৭৮০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে ৭৮০০ পিস ইয়াবাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত নারী হলো,মোসাঃ সোনিয়া বেগম (২৭)।

Islami Bank

মঙ্গলবার ২৮ জুন রাতে র‍্যাব-১০ এর এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,মঙ্গলবার ( ২৮ জুন)

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আমিনবাগ আলী আহমেদ গলি এলাকায় একটি অভিযান পরিচালনা করে একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে আনুমানিক ২৩, লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের ৭,হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

one pherma

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মহিলা একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। সে বেশ কিছুদিন যাবত কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ইবাংলা / জেএন / ২৮ জুন,২০২২

Contact Us