দ্বাদশ সংসদ নির্বাচনী প্রস্তুতি নিতে শেখ হাসিনার নির্দেশ

বিশেষ প্রতিবেদক :

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং নির্বাচনী ইশতেহার প্রস্তুত করতেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Islami Bank

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মূলত ফোকাস ছিল সাংগঠনিক ও পরবর্তী নির্বাচনের বিষয়। এ ছাড়া আমাদের উপকমিটিগুলোকে সভা-সেমিনারের মাধ্যমে পরবর্তী নির্বাচনে আমাদের ইশতেহার কী হবে ও আগামী নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজে হাত দিতে বলেছেন প্রধানমন্ত্রী।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘নেত্রী বিভাগগুলোর সাংগঠনিক সম্পাদকদের বক্তব্য শুনেছেন। ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সারা দেশের চিত্র তুলে ধরেছেন সাংগঠনিক সম্পাদকেরা। তারা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভাগ পর্যন্ত বিষয়গুলো লিখিত আকারেও নেত্রীর কাছে রিপোর্ট জমা দিয়েছেন।

one pherma

এ সময় কিছু ছোট ছোট কলহ আছে, সেগুলোও মীমাংসা করার কথা বলে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতাদের। এ সময় নেত্রী পাবনা পৌরসভা নির্বাচনের বিদ্রোহীদের ক্ষমা করে দিয়েছেন।’

নোয়াখালী আওয়ামী লীগের বর্তমানের অস্থিরতা নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, নোয়াখালীর বিষয়ে আলোচনা হয়েছে, নেত্রী একটি কাঠামো তৈরি করে দিয়েছেন। সাংগঠনিক সম্পাদক মাহমুদ আল স্বপন দেশে এলে সিদ্ধান্ত হবে।

ইই

Contact Us