পর্দা উঠলো নিউইয়র্ক ফ্যাশন উইক ২০২১

বিনোদন প্রতিবেদন :

বিশ্বে এখন অনেকটাই কমতে শুরু করেছে করোনার প্রকোপ। ভেক্সিনেশনের পর ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে যেতে শুরু করেছে। অন্যান্য বিষয় গুলোর মত থমকে ছিল ফ্যাশন দুনিয়ার সবকিছু ও। তবে সব ভয় কাটিয়ে ঘুরে দাড়ানোর প্রত্যাশায় ফ্যাশন বিশ্ব।

Islami Bank

মহামারিতে এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুরু হচ্ছে নিউইয়র্ক ফ্যাশন উইকের জমকালো আয়োজন। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ফ্যাশন উৎসব হিসেবে পরিচিত এটি।

এবারের আয়োজনে করোনাকে প্রাধান্য দিয়ে যোগ হয়েছে ভিন্ন মাত্রার পোশাক। বিখ্যাত সব ফ্যাশন ডিজাইনার ও মডেলদের মিলন মেলায় নিউইয়র্কের ম্যানহাটন এখন জমজমাট।

আপার ইস্ট সাইডের একটি ঐতিহাসিক বাড়ির ৪০ বছর পূর্তিতে লেটেস্ট ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ক্যারোলাইনা হেরেরা। অভিজাত গাউন, বড় হাতার সাথে ক্লাসিক সিলোয়েটসহ বিভিন্ন ধাচের পোশাকে সেজে জনপ্রিয় মডেলরা মাতিয়েছেন ফ্যাশন শো। উপস্থিত ছিলেন গায়ক টিনাশে ও অভিনেত্রী ডোভ ক্যামেরন ।

ক্রিয়েটিভ ডিরেক্টর ওয়েস গর্ডন বলেন, ‘মহামারির কারণে আমাদের আয়োজন ঐতিহাসিক টাউন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রদর্শনীর জন্য আমাদের দেড় বছরের মত অপেক্ষা করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত আমি সত্যিই আনন্দিত।’

one pherma

এছাড়া জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার লা কুয়ান স্মিথ হাজির হয়েছেন আকর্ষনীয় সব দৃষ্টিনন্দন পোশাক নিয়ে। জমজমাট সুরের তালে এমপায়ার স্টেট বিল্ডিংয়ের মঞ্চে বর্ণীল সব পোশাকে হেঁটেছেন মডেলরা।

ফ্যাশন ডিজাইনার লা কুয়ান স্মিথ বলেন, ‘আমার এবারের কাজ ট্রেডিশনের বাইরে। আরামদায়ক পোশাক ও গ্ল্যামার দুটোকেই একসাথে উপস্থাপনে চেষ্টা করেছি এবারের শোতে।’

প্রদর্শনীতে দেখানো পোশাকগুলি ‘এখনি কিনুন পরে পরিশোধ করুন’ ভিত্তিতে বিক্রয়ের ব্যবস্থাও করা হয়েছে। সাড়া জাগানো এবারের নিউইয়র্ক ফ্যাশন উইক চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

ইবাংলা/ টিপি/ ১১ই সেপ্টেম্বর,

Contact Us