চীন এশিয়ার বৃহৎ রাষ্ট্র। অনেক প্রদেশ ও সংস্কৃতির সমন্বয় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ। লিয়াও নিং প্রদেশ হল গণপ্রজাতন্ত্রী চীনের শিল্পের সূতিকাগার।চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং লিয়াও নিং প্রদেশের চিন চৌ শহর পরিদর্শন করেছেন।
এ সময় তিনি যথাক্রমে লিয়াও শেন যুদ্ধ স্মৃতিসৌধ ও তুং হু বন পার্কে গিয়ে উত্তর-পূর্ব চীনের মুক্তির ইতিহাস এবং লিয়াও শেন যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করেন। লিয়াও নিং বন্যা প্রতিরোধ কাজ এবং স্থানীয় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের খোঁজ-খবর নেন তিনি। পাশাপাশি বন্যা প্রতিরোধ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ দক্ষতা জোরদারের নির্দেশনা দেন।
এখানে উৎপাদিত হয় চীনের প্রথম চুলায় গলিত ইস্পাত, প্রথম জেট ফাইটার ও প্রথম ১০ হাজার টন পর্যায়ের মালবাহী জাহাজ।সার্বিকভাবে উত্তর-পূর্ব চীনের পুরাতন শিল্প ঘাঁটিকে পুনরুদ্ধার করা চীনের জাতীয় কৌশল। তাই প্রেসিডেন্ট সি সবসময় এ বিষয়ে গুরুত্ব দেন এবং এগিয়ে নিয়ে যান।
২০১৩ সালের আগস্ট মাসে তিনি যখন লিয়াও নিং প্রদেশ পরিদর্শন করেছিলেন, তখন বলেছিলেন উত্তর-পূর্ব চীনসহ পুরাতন শিল্প ঘাঁটি পুনরুদ্ধার করতে চাইলে বাজার, সংস্কার ও নবায়ন ভালভাবে করতে হবে।
নতুন দফা বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লবের সুযোগ ধরে শিল্পপ্রতিষ্ঠানের নবায়ন চালিকাশক্তি, উদ্ভাবনের জীবনীশক্তি এবং শক্তি জোরদার করতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে লিয়াও নিং প্রদেশের জিডিপি ছিল ২.৭৬ ট্রিলিয়ন ইউয়ান, তা ২০২০ সালের তুলনায় ৫.৮ শতাংশ বেশি। একই সময় মাথাপিছু জিডিপি ছিল ৬৫,০২৬ ইউয়ান, তা তার আগের বছরের তুলনায় ৬.৪ শতাংশ বেশি।
শিল্প প্রযুক্তি সংস্কারে বিনিয়োগ বাড়ার হার দেশের গড় হারের তুলনায় ২৬.৯ শতাংশ বেশি ছিল এবং উচ্চ প্রযুক্তিগত নির্মাণ শিল্পে বিনিয়োগ ২০২০ সালের একই সময়ের তুলনায় ৭১.২ শতাংশ বেশি ছিল। সূত্র: সিএমজি।
ইবাংলা/জেএন/১৭ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.