রাজধানীর শ্যামলী এলাকা থেকে জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।গ্রেফতারকৃতের নাম, হাফিজুর রহমান ওরফে সকাল। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি চাপাতি এবং ৩টি জামাআ’তুল মুজাহিদীনের মূলনীতি ও আচরণবিধি শীর্ষক বই উদ্ধার করা হয়।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
রোববার (২১আগস্ট) রাজধানীর আদাবর থানার শ্যামলী লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাফিজুর রহমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সক্রিয় সদস্য। সে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ ও এর আদর্শ বাস্তবায়নে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং “জামাআ’তুল মুজাহিদীন, মুলনীতি ও আচারণবিধি” শীর্ষক পুস্তিকাটি তাদের নতুন সদস্যদের মাঝে বিতরণ করছিলো।
তিনি আরও জানায়, গ্রেফতারকৃত হাফিজুর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধনাঢ্য ব্যবসায়ি ও ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা জেএমবির কারাগারে আটক বন্দীদের মুক্তি এবং সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে ব্যয় করতো। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।
ইবাংলা/জেএন/২২ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.