ফুলবাড়ী মহাসড়কে ট্রাক নাইট কোচ মুখমুখি সংঘর্ষে নিহত-২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বর্মচারী নামকস্থানে ঢাকা থেকে ছেড়ে আসা এস,আর পরিবহন ঢাকা মেট্র-২৪৩৮৮৭ এর সাথে ফুলবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভুট্টা বোঝাই ট্রাক ঢাকা মেট্র-০৪-৩৪৯৫ মুখোঁমূখী সংঘর্ষে এস,আর পরিবহনের চালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

নিহত চালক হলেন আব্দুল হাকিম(৩২) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখ এর পুত্র। অপরজন আশিক আলী(২৩) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া,ডাঙ্গাপাড়া গ্রামের নাসির উদ্দিনের পুত্র।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান, গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় এই মর্মন্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।

one pherma

আমরা ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ উদ্ধার করি। মরদেহ সুরতহাল শেষে তাদের অত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য গত ১ সপ্তাহে একই স্থানে ৩টি সড়ক দূর্ঘটনা ৩জনের মৃত্যু হয়। এ রিপোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয় নি।

ইবাংলা/জেএন/২৩ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us