পহেলা অক্টোবর থেকে শুরু ঢাবির ভর্তি পরিক্ষা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ক” ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে আগামী ১ অক্টোবর থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এবারই প্রথম ঢাকার বাইরেও পরীক্ষার কেন্দ্র থাকবে। প্রতিটি বিভাগের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিক্ষাকেন্দ্র করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ কথা জানান।

তিনি আরও জানান, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা। ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট) অনুষ্ঠিত হবে।

এবারের মোট ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি । প্রতি আসনের বিপরীতে শিক্ষার্থী সংখ্যা ৪৫ জনের বেশি। এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসাধু পন্থা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান উপাচার্য ।

 

টিপি

Contact Us